ভিজিডি কার্ড সঠিক ভাবে বন্ট না করায় প্রতিবাদ করাতে সংরক্ষিত মহিলা মেম্বারকে মারপিটের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঘটনাটি গতকাল রবিবার উপজেলার কালিদাসপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঘটেছে। ওই ঘটনায় আজ সোমবার সংরক্ষিত মহিলা মেম্বার বাদি হয়ে ইউপি সদস্য মাসুদ রানা শিপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন পরিষদে গত ৯ এপ্রিল ভিজিডি কার্ড বিভাজন সংক্রান্ত মিটিং চলছিল। বরাবরের মত মহিলা সদস্যদের কার্ড প্রাপ্তির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করতে চাইলে মহিলা সদস্যরা প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ৪ নং ওয়ার্ড মেম্বার মাসুদ রানা শিপন মহিলা সদস্যদের গালিগালি শুরু করেন ।
সংরক্ষিত মহিলা সদস্য সাবিয়া খাতুন প্রতিবাদ জানালে তাকে চেয়ার তুলে মারধর করা হয়। এতেও ক্ষান্ত না হয়ে তিনি মোবাইলফোনে পারকুলা গ্রামের লাল্টু, পাইকপাড়া গ্রামের সোহাগসহ কয়েকজন যুবককে ডেকে নেন। তারা উপস্থিত হয়ে মহিলা সদস্যদের আরেক দফা গালমন্দ করেন। মারধরের হুমকি দেন।
এ ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যান আশাদুল হক মিকা জানান, “আমি উপস্থিত ছিলাম না। শুনেছি – ওই দিন পরিষদে মিটিং ছিল। মিটিং চলাকালে ওয়ার্ড মেম্বর মাসুদ রানা শিপন মহিলা মেম্বরকে গালমন্দ করেন। ধাক্কাধাকি হয়। এক পর্যায়ে চেয়ার তুলে মহিলা মেম্বর সাবিয়াকে মারতে উদ্যত হয়। তারা সকলেই মেম্বর। মহিলা মেম্বররা তিনটি ওয়ার্ডের মেম্বার। তাদেরকে গালমন্দ করা উচিত হয়নি। এতে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।”