আলমডাঙ্গায় এমপি ছেলুন ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আলমডাঙ্গা পাইলট সরকারী উচ্চবিদ্যালয়ের মাঠে বিকাল সাড়ে ৩টায় এমপি ছেলুন ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আলমডাঙ্গার ঐতিহ্যবাহি ফ্রেন্ডস ক্লাব ৫-০ গোলে আনন্দধাম ফুটবল একাদশ হারিয়ে বিজয় লাভ করে।
খেলার শুরুতে দর্শকদের উদ্দেশ্য বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন।
এসময় আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান, জেলা ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য হামিদুর রহমান সন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা যুবলীগের আহবায়ক আহাসানউল্লাহ, বনিক সমিতির সম্পাদক আলহাজ¦ মীর শফিকুল ইসলাম, আল ইকরা ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার,
ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, উৎপল, ইছানুর, সাকিব, রকি, সজিব, বিসিবির লজিষ্টিক বিভাগের আব্দুর রাজ্জাক রাজু, আলমডাঙ্গার সাবেক কৃতি ফুটবলার প্রভাষক শরিফুল ইসলাম, সাবেক উপজেলা ক্রীড়া সম্পাদক শেখ আব্দুর জব্বার, হাসান রেজা মুন্না, মীর আনাদুজ্জামান উজ্জল, তৌহিদুর রহমান, মনির হোসেন, মোল্লা ফারুক ইলাহী প্রভাষক মিজানুর রহমান মিজা খেলোয়াড়বৃন্দ।
খেলায় ফ্রেন্ডস ক্লাব নিরংকুশ প্রাধান্য বিস্তার করে ৫-০ গোলের ব্যবধানে আনন্দধাম ফুটবল একাদশকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে পৌছে যায়। বিজয়ী দলের পক্ষে গোলগুলো করে যথাক্রমে আশা, তরিকুল, সাব্বির, আশরাফুল, সলক।
খেলাটি পরিচালনা করেন আবু হাসান, তবিবুর, ফিরোজ ও মহাসিন কামাল। খেলায় মন্ডল স্পোর্টসের সৌজন্যে ম্যান অফদি ম্যাচের পুরস্কার প্রদান করেন অনুর্ধ জাতীয় ১৬ দলের খেলোয়ার সবুজকে।
আজ বিকাল সাড়ে ৩টায় একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে হারদী ও বাবুপাড়া ফুটবল একাদশ।
-আলমডাঙ্গা প্রতিনিধি