আলমডাঙ্গায় “এমপি ছেলুন” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আলমডাঙ্গা বাবুপাড়া একাদশ ৩-২ গোলে আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৩ টার দিকে আলমডাঙ্গা বড় ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার পান ফ্রেন্ডস ক্লাবের পক্ষে জাতীয় দলের অনুর্ধ ১৬ দলের খেলোয়াড় সবুজ। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান বাবুপাড়া একাদশের শমিম ও গোলকিপার সজিব।
এমপি ছেলুন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, জাতীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার। তিনি বলেন, ফুটবল খেলা অত্যান্ত জনপ্রিয় খেলা, দেশে ফুটবল খেলার প্রচুর দর্শক আছে। আজ আলমডাঙ্গা ফুটবল মাঠে ফাইনাল খেলায় যে দর্শক হয়েছে, তাতে এই মাঠে আবারও প্রাণ ফিরে পাবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ফুটবল খেলার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। বিশেষ করে দেশের প্রত্যেক উপজেলায় একটা করে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। যুব সমাজকে বিপথ গামীর হাত থেকে রক্ষা করতে এর চাইতে আরকোন ভাল পদক্ষেপ হয়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদীর গনু, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক পৌর কাউন্সিলর মতিয়ার রহমার ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বনিক সমিতির সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন।
সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলামের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার হামিদুল ইসলাম আজম, সাবেক ফুটবলার প্রভাষক শরিফুল ইসলাম, অ্যাড. সিরাজুুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উল্লাহ, আলইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুুল হক, এস আই জিয়া, মাসুদ রানা তুহিন, আব্দুর রাজ্জাক রাজু, প্রভাসক মিজানুর রহমান, পরিমল কুমার ঘোষ, সিরাজুল ইসলাম ঢুনি, প্রমুখ।
খেলা পরিচালনা করেন আবুল হাসান, তবিবুল, ফিরোজ, মহসীন কামাল। খেলায় ধারাভাষ্যে ছিলেন হাফিজুর রহমান জীবন। খেলায় বাবুপাড়া একাদশ দল ৩-২ গোলে জয় লাভ করে।
-আলমডাঙ্গা প্রতিনিধি