আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রাদান করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন শিক্ষা জাতীর মেরুদন্ড। শিক্ষা অর্জন ছাড়া কোন জাতী অগ্রসর হতে পারে না। যে জাতি যত শিক্ষিত সে জাতী ততো উন্নত।
শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শুধু মাত্র জিপিএ-৫ পাওয়ার জন্য লেখাপড়া করলে হবে না, তোমাদের সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। স্বাধীনতার ৪৮ বছর পার হয়ে গেছে, জাতীর জনক বঙ্গবন্ধু সে স্বপ্ন দেখেছিল, সোনার বাংলা গড়ার, সেই সোনার বাংলার কারিগরের দায়িত্ব তোমাদের নিতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মহাম্মদ জকু, বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, সম্পাদক আলহাজ¦ মীর শফিকুল ইসলাম।
উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থানায় স্বাগত বক্তব্য রাখেন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, অন্যদের মধ্যে উপস্থিত ছিল, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, অভিভাবক মৎস কর্মকর্তা খন্দকার শহিদুর রহমান, সংগীত শিল্পি আতিক বিশ্বাসপ্রমুখ।
সভায় ২৩ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্টান শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
-আলমডাঙ্গা প্রতিনিধি