আলমডাঙ্গার গড়গড়ি গ্রামে টাকা চুরির অভিযোগ তুলে শিশু কন্যাসহ তার পিতা-মাতাকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে পিংকি খাতুন নামের মহিলা আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনাটি শুক্রবার সকাল ১০ টার দিকে জেহালা ইউনিয়নের গড়গড়ি ঘটেছে। জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের দিনমজুর বাবুল হোসেন তার আপন ভাই মোমিন এর সাথে পারিবারিক গোলোযোগ চলে আসছে।
গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে বাবুলের শিশু কন্যা জান্নাতুল (৭) কে মমিনের ঘর থেকে টাকা চুরির অভিযোগ তুলে গালাগালি করতে থাকে।
এ সময় কন্যা সন্তান জান্নাতুলের মা পিংকি খাতুন প্রতিবাদ করলে মোমিন, অমিত ও রোকেয়া খাতুন তার ১ বছরের শিশুকে কোল থেকে উঠানে ছুড়ে মারে। পরে, পিংকিকে ও তার ৭ বছরের শিশু কন্যা জান্নাতুলকে ঘরের মধ্যে আটকে দেশিয় অস্ত্র দিয়ে কোপ মারলে শিশু জান্নাতুল গুরুত্বর আহত হয়।
মা পিংকি ঠেকাতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারলে সেও গুরুত্বর জখম হয়।
মারামারির ঘটনাটি পিংকির স্বামী বাবুল জানতে পারলে দ্রুত বাড়িতে গেলে মোমিন, অমিত ও রোকেয়া ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপালে রক্তাক্ত জখম হয় বাবুল। এসময় স্থানীয়দের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গুরুত্বর জখম অবস্থায় চিকিৎসা নিয়ে শিশু কন্যা জান্নাতুলকে সাথে নিয়ে আলমডাঙ্গা থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।