আলমডাঙ্গার গোবিন্দপুরে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলেছে আনন্দবাস গ্রামের মোবারেক হোসেন। গতকাল রবিবার সকাল ১০ টার দিকে আহম্মদ আলিসহ তার ছেলেরা জোরপূর্বক দখল করে প্রাচিল নির্মাণ করার চেষ্টা চালায় বলে জানায়।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের আনন্দবাস গ্রামের মৃত কুড়ন মন্ডলের ছেলে মোবারেক হোসেন ২০০৬ সালে মুসলিমা খাতুনের ১৪৮৩ নং দাগের ৬ শতক জমির মধ্যে ৫ শতক জমি ক্রয় করে।
এছাড়াও, মুসলিমার মা সবেদা খাতুনের নিকট থেকে ৭.৪৫ শতক জমির মধ্যে ৩.৭২ শতক জমি ক্রয় করে। ১৪৮৩ ও ১৪৮৪ দুই দাগের মধ্যে মোবারেক হোসেন মোট ৮.৭২ শতক জমি ক্রয় করে।
এদিকে, গত ২০১২ সালে মুসলিমা খাতুনের ১৪৮৩ দাগের জমির মধ্যে আহাম্মদ আলি অবশিষ্ট ১ শতক জমি ও সবেদা খাতুনের নিকট থেকে ১৪৮৪ নং দাগে ৩.৭২ শতক জমি ক্রয় করে।
এ জমি নিয়ে দখল নিয়ে দুই জমির মালিকের মধ্যে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত জের ধরে চুয়াডাঙ্গা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে। জমি নিয়ে দুই পক্ষের গোলোযোগের ঘটনায় ওই জমিতে ১৪৫ ধারা জারি করে কোর্ট। কোর্টের আদেশ অমান্য করেই মৃত কিতাব আলির ছেলে আহাম্মদ আলি, আহম্মদ আলির ছেলে শহিদুল ও তৌফিক জোর পূর্বক মোবারেক হোসেনের জমি প্রাচিল নির্মাণ করে দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন মোবারেক হোসেন।