আলমডাঙ্গার হারদি কৃষি ক্লাবপাড়ায় বিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে দিকে ওসমানপুর ফাঁড়ি-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে। শরীর তল্লাশী করে তার নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার হারদি কৃষি ক্লাবপাড়া এলাকার গুলিম আলীর ছেলে মারিফুল (২৬)। দীর্ঘদিন পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রি করে আসছে।
গতকাল রবিবার রাতের দিকে ওসমানপুর ফাঁড়িপুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিক্রির সম হাতে-নাতে মারিফুলকে আটক করে পুলিশ।
তার দেহ তল্লাশী করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এঘটনায় মারিফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।