আলমডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদেরকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়া মৃত আক্কাস আলীর ছেলে মুরাদ হোসেন (৩৫), কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত চান্দালীর ছেলে সৈয়দ আলী (৫৫)।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিয়তুল্লাহ জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে উপজেলার গোবিন্দপুর ও জগন্নাথপুর গ্রামে পৃথক অভিযান চালায়। অভিযানকালে মুরাদ হোসেনকে দুই পিস এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন ও সৈয়দ আলীকে ২ পিস এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাদের আটক করা হয়। পরে তাদের
সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, উদ্ধারকৃত এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধিত ২০০৪) আইনে তাদের সাজা দেওয়া হয়েছে।