আলমডাঙ্গায় শেখ হাসিনা শান্তি নিবাস নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। নির্মাণ কাজের উদ্বোধনের ২ বছর পার হলেও শেখ হয়নি শান্তি নিবাসের জন্য বরাদ্দকৃত স্থাপনা। ইট ও ছাদ ঢালাই পর্যন্ত কাজের পর থমকে গেছে নির্মাণ।
পরিত্যক্ত বিল্ডিং এলাকাবাসীদের খড়কাঠি রাখার সুযোগ্য স্থান গড়ে তুলেছে। ঘরের মধ্যে ময়লায় অস্থিত্বহীন হয়ে পড়েছে। উঠতি বয়সের যুবকেরা পরিত্যক্ত ঘরে মধ্যে বিভিন্ন সময় নেশার আড্ডায় মেতে ওঠে বলে স্থানীয়রা জানায়।
এলাকাসূত্রে জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদায় নির্মাণ হচ্ছে প্রবিনদের সুযোগ্য আশ্রয়ণ কেন্দ্র শেখ হাসিনা শান্তি নিবাস। গত ২০১৯ সালের এপ্রিল মাসে সাবেক জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের উদ্যোগে ও পরিকল্পনায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
২০২০ সালের চলতি অর্থ বছরের মধ্যে শান্তি নিবাসের নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যে সার্বিক দায়িত্বপালন করেন সাবেক আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রাহাত মান্নান। নির্মাণ কাজের ৩০ শতাংশ কাজের মধ্যে পর্যায়ক্রমে উপজেলা নির্বাহি অফিসার রাহাত মান্নান ও জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বদলি হয়ে যায়। এরপর থেকে মুখ থুবড়ে পড়ে প্রবিনদের ভাগ্য পরিবর্তনের স্থানীয় স্থাপনা শেখ হাসিনা শান্তি নিবাস। গত ২ বছরে কোন তদারকি না থাকায় মুছে যাচ্ছে ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধনী বিল বোর্ড। নির্মাণকৃত ঘরের মধ্যে ময়লার স্তুপ ও সাধারণ মানুষের বিচলি, খড়ির ঘরে পরিণত হয়েছে শান্তি নিবাস।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন শেখ হাসিনা শান্তি নিবাসের বিল্ডিং এর নির্মাণ কাজ বন্ধ থাকায় পরিত্যক্ত ঘর গুলো ব্যবহার করা হচ্ছে।পরিত্যক্ত হয়ে যাওয়ায় সাধারণ মানুষ ঘর গুলো ব্যবহার করে খড়ি ও বিচালির গাদা করে রাখছে। দ্রুত এ বিল্ডিং নির্মাণ করা হলে আলমডাঙ্গায় এই প্রথম বৃদ্ধাদের নতুন দুয়ার উন্মোচন হবে।