আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের বন্ডবিল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছেন।
গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার ¯স্নিগ্ধা দাস ও উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
জানাগেছে, বর্তমানে সড়কে প্রাণহানিকর যত ঘটনা ঘটছে তার বেশির ভাগই মোটরসাকেল দূর্ঘটনায়। হেলমেট ছাড়া, ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও মানুষ বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে।
গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার ভূমি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল এলাকায় যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী হেলমেটবিহীন গাড়ি চালানো এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২টি মামলায় ১৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।