আলমডাঙ্গা কৃষি অফিসের উদ্যোগে চলতি ২০২১-২২ মৌসুমে নাবি-পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা ও গ্রীষ্ম কালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও উপকরণ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১১ টার দিকে আলমডাঙ্গা কৃষি অফিসে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলমডাঙ্গা কৃষি কর্মকর্তা হোসেন শহিদ সরোওয়ারদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইসচেয়ারম্যান কাজী মারজাহান নিতু। এছাড়াও অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, এস এম আলমগীর শফিউল্লাহ।