প্রেমিকার বিয়ে বন্ধ করতে ৯৯৯ এ ফোন দিলো প্রেমিক। স্কুল পড়ুয়া প্রেমিকার বিয়ে বন্ধ করলো আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর জোয়ার্দারপাড়ায় ঘটেছে। এ ঘটনায় বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী স্কুল ছাত্রীর পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ।
আদালত সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর জোয়ার্দার পাড়ার নাসির উদ্দীন মোল্লার মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রীর বিবাহ আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলার হালসার নগর বাঁকা গ্রামের ইকবার আলীর ছেলে রুবেল এর সাথে বিবাহ হওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করে স্কুলপড়ুয়া ছাত্রীর পরিবার।
বেলা সাড়ে ১২ টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বরাবর ৯৯৯ এ ফোন দেয় একই গ্রামের স্কুল ছাত্রীর প্রেমিক সাব্বির।
এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর ও থানা পুলিশ বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী দুপুরে ওই স্কুল ছাত্রীর বাড়িতে হাজির হয়। স্কুল ছাত্রীর বয়স পূর্ণ না হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিবাহের জন্য আয়োজিত সকল খাবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নিকট হস্তান্তর করেন ।