আলমডাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যাগে বিশ্বডিম দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্বডিম দিবস পালন উপলক্ষে আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজলা নির্বাহী অফিসার মা: লিটন আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম। তিনি বলেন সরকার প্রতি বছর অক্টাবর মাসের দ্বীতিয় শুক্রবার বাংলাদেশে বিশ্বডিম দিবস পালন করে থাকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ইটারন্যাশনাল এগ কমিশনের সঙ্গে সমঝােতা চুক্তির মাধ্যমে বিশ্বের ডিমশিল্পের উন্য়নন একযােগে কাজ করে যাচ্ছে।
এরই পরিপ্রক্ষিতে দিবসটির গুরুত্ব অনুধাবন করে ইটারন্যাশনাল এগ কমিশন ও এফএওর তত্ত্বাবধানে এবং সহযাগিতায় সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর, সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান এবং পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে যেমন বাংলাদেশ পােলট্রি শিল্প কেদ্রীয় কমিটি (পাল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেট্রাল কাউন্সিল-বিপিআইসিসি), বাংলাদশ অ্যানিমেল অ্যাগ্রিকালচার সােসাইটি সহ অনেক সংগঠন, এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনর উদ্যাগে বিভিন্ন জেলা ও উপজেলা শহর গুলাতে উৎসাহের সঙ্গে দিবসটি নিয়মিত পালন করে আসছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সহকারি কমিশনার ভুমি সীমা শারমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জাহা, সহকারি শিক্ষা কর্মকর্তা সয়দ মাসুদুল ইসলাম, প্রধান শিক্ষক খন্দকার রাকিবুস সালহীন প্রমুখ।