আলমডাঙ্গা উপজেলা প্রানী সম্পদ অফিসের হলরুমে ব্লাক বেঙ্গল ছাগল পালনের উপর প্রশিক্ষন অনুষ্টিত।
গতকাল বুধবার দিনব্যাপী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলার ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের বিখ্যাত,যে কারনে ব্লাক বেঙ্গল ছাগল চুয়াডাঙ্গার ব্রান্ডিং। তোমরা সঠিক ভাবে ছাগল পালন করবে, ছাগল পালন করে অনেকে নিজেকে সাবলম্বি হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। প্রশিক্ষণ প্রদান করেন চুয়াডাঙ্গা প্রানী সম্পদ কর্মকর্তা ও সরকারি ছাগল উন্নয়ন খামার আরমান আলী ও আলমডাঙ্গা প্রানী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ বায়োজিদ খন্দকার।
প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।