আলমডাঙ্গার ছোটপুটিমারী গ্রামের তিনজন মাদক সেবীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে কারাদণ্ড প্রদান করে।
আদালত সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ছোটপুটিমারী গ্রামের মৃত নাশির আলমের ছেলে ইসতিয়াক উল আলম (২৭),একই গ্রামের মৃত তেলা মিস্ত্রির ছেলে শাহীন আলী, গড়গড়ি গোবিন্দপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে বাঁধন আলী ।
আদালত সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ছোটপুটিমারী গ্রামের তিন যুবক ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের জন্য অবস্থান করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে।
পরে, তাদের নিকট থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে আটক করে।
ঘটনাটি আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশন ভূমি রেজওয়ান নাহিদকে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনজনকে ১ শত টাকা জরিমানা ও ৩ মাস করে জেল প্রদান করে ।