আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গায় দীর্ঘ সময় পুকুরে গোসল করায় মায়ের বকুনি। অভিমানে মায়ের ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে স্কুল ছাত্র আত্নহত্যা করেছে।
ঘটনাটি আজ (৯ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার খাসকররা গ্রামে ঘটেছে। এ ঘটনায় স্কুল ছাত্রের দাদা বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অমৃত্যুর মামলা দায়ের করেছে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের টিলু মিয়ার ছেলে ব্রাক স্কুলের ৪ র্থ শ্রেণীর ছাত্র সিয়াম আহমেদ সান (১০)।
সে প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পুকুরের পানিতে গোসল করায় স্কুল ছাত্র সানের মা সাবিনা ইয়াসমিন তাকে বকা দেয়।
এ কারণেই মায়ের উপর অভিমান করে ঘরে চলে যায় সান। দরজা বন্ধ করেই দীর্ঘ সময় অবস্থান করে সান।
সকাল ১১ টার দিকে স্কুল ছাত্রের মা সাবিনা ফকিরের ভিক্ষা দেওয়ার জন্য ঘরে প্রবেশ করতে গেলে ঘর ভিতর থেকে বন্ধ দেখে। ঘরের মধ্যে ছেলে সান থাকায় তাকে ডাকাডাকি করলেও কোন সাড়া দেয় না।
এলাকাবাসীর সহযোগীতায় ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে শিশু সানের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলছে। দ্রুত তারা উদ্ধার করে খাসকররা বাজারের স্থানীয় ডাক্তারের নিকট নিলে সে মৃত বলে জানায়।
শিশু আত্নহত্যার ঘটনায় তার দাদা বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন।