আলমডাঙ্গায় রাতের আঁধারে মোটরসাইকেল চুরির সময় বকুল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের স্বীকারোক্তিতে চুরির ঘটনায় আরো ২ জনকে আটক করে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গার পৌর আনন্দধাম এলাকার আব্দুল মজিদের ছেলে আশরাফুল (৪০) গত বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল রেখে আনন্দধাম জামে মসজিদে এশার নামাজ পড়তে ঢোকে। এসময় চোর চক্রের সদস্য আলমডাঙ্গা উপজেলার বামানগর গ্রামের নাছের আলির ছেলে বকুল ওত পেতে থাকে।
সুযোগ বুঝে জেলিং ৮০ সিসি মোটরসাইকেল তালা ভেঙে চুরি করার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন বকুলকে মোটরসাইকেলের তালা ভাঙতে দেখে ফেলে। স্থানীয়রা বকুলকে গিয়ে আটক করে এবং মোটরসাইকেল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে সে তার ভাই এর মোটরসাইকেল বলে।
এ সময় মোটরসাইকেল মালিক আশরাফুল নামাজ শেষে মসজিদের বাইরে এসে তার গাড়ি চুরির ঘটনাটি জানতে পারলে আলমডাঙ্গা থানা পুলিশকে অবগত করেন।
আলমডাঙ্গা থানার এসআই কামরুল সঙ্গীয় ফোর্স নিয়ে বকুলকে আটক করে। বকুল আলমডাঙ্গা থানা পুলিশের জিজ্ঞাসাবাদে তার সাথে জড়িত বাবু পাড়ার তারা কষাইয়ের ছেলে লিখন ও কালিদাসপুর সাদাব্রিজ এলাকার মনোয়ার হোসেনের ছেলে ইউসুফের নাম স্বীকার করে।
রাতেই বকুলের স্বীকারোক্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ তাদের আটক করে। চুরির ঘটনায় বৃহস্পতিবার রাতেই আশরাফুল বাদী হয়ে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেন।