আলমডাঙ্গায় বন্ধু সংগঠন মোহনার আয়োজনে কুইজ বিজয়ী স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আলমডাঙ্গার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহিদুল ইসলাম ও ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ওই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মোহনার সভাপতি মাহমুদুল কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক ফরিদ উদ্দীন, শিক্ষক আফিল উদ্দীন, অধুনালুপ্ত আলমডাঙ্গা ইউনিয়ন কাউন্সিলের জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা জাসদের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, আলমডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দীন, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা হার্ডওয়ার ব্যবসায়ি সমিতির সভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।
মোহনার সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শহিদুর রহমান বল্টু, প্রভাষক মাকসুদুর রহমান, শফিউর রহমান মিল্টন, আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমান, আল ইকরা ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক, ব্রাইট মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলীম, ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, আবুল কালাম আজাদ, প্রভাষক জামাল উদ্দিন, বদিউজ্জামান বাবলু, টুটুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ইতোপূর্বে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী আলমডাঙ্গা ডিগ্রী কলেজ, আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, ব্রাইট মডেল স্কুল ও আল ইকরা ক্যাডেট একাডেমির শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বন্ধু সংগঠণ শুধু সামাজিক দায়িত্ব পালন করছে না, সাথে সাথে সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করে চলেছে।
-আলমডাঙ্গা প্রতিনিধি