ক্যান্সারে আক্রান্ত হয়ে যুগ্ম জেলা জজ আহসান হাবীব মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
আহসান হাবীবের (৪০) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এইচ এম হাবিবুর রহমান জিন্নাহ এবং সুপ্রিম কোর্ট প্রশাসনসহ বিচার বিভাগীয় কর্মকর্তারা।
গতকাল শনিবার বাদ আসর লালমাটিয়ার স্থানীয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বাড়িতে নেওয়া হয়। আজ রোববার সকালে স্থানীয় মসজিদে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।