আলমডাঙ্গায় লাইসেন্স বিহীন গো-খাদ্য বিক্রয়ের অভিযোগে দুই দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার বিকেলে পৌরসভাধীন হাউসপুর এলাকায় উপজেলা নির্বাহি অফিসার স্নিগ্ধা দাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দু’দোকান মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌরসভা এলাকায় অসংখ্য গো-খাদ্য বিক্রেতা রয়েছে। বিভিন্ন সময় ব্যবসায়ীদের বিরুদ্ধে নকল ভূসিসহ বিভিন্ন খাবার বিক্রয়ের অভিযোগ তোলেন ক্রেতারা। তবুও প্রাণীসম্পদ বিভাগ নিরব ভূমিকা পালন করেন। ওই দপ্তরের জনবল সংকটের জন্য অনেক ব্যবসায়ীর নেই প্রাণীসম্পদ অধিদফতরের অনুমোদিত লাইসেন্স।
এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহিল কাফির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার স্নিগ্ধা দাস। এসময় হাউসপুর এলাকার ভূসিমাল বিক্রেতা সোহানুর রহমান বাবলুকে ১০ হাজার টাকা ও মিজানুর রহমানকে ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।