আলমডাঙ্গায় নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় প্যাকেটজাত চানাচুর তৈরির অপরাধে লিটন চানাচুর ফ্যাক্টরি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে বেলগাছির ফরিদপুর বাজারে অবস্থিত মেসার্স লিটন চানাচুর মালিককে এ জরিমানা করে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে অবস্থিত মেসার্স লিটন চানাচুর ফ্যাক্টরি। এ ফ্যাক্টরি বিএসটিআই কর্তৃক অনুমোদিত। গত কয়েক যুগ ধরে এ ফ্যাক্টরিতে বিভিন্ন প্যাকেটে ছোট-বড় চানাচুর তৈরি করা হয়।
লিটন চানাচুর আলমডাঙ্গা উপজেলাসহ জেলার বিভিন্ন অঞ্চলে মুখরুচি খাদ্য হিসাবে বেশ পরিচিতি লাভ করেন। এ সুযোগে মেসার্স লিটন চানাচুর ফ্যাক্টরির বিরুদ্ধে নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় প্যাকেটজাত করে আসছে।
এমন অভিযোগের ভিত্তিতে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে গত ২০২০ সালে ৪৪ হাজার টাকা জরিমানা করে। এমন অভিযোগের ভিত্তিতে আবারো গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন।
অভিযানে নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ।