আলমডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে রবি ২০২১-২০২২ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি পালন করা হয়।
এছাড়াও “সমন্ধিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ ” প্রকল্পের আওতায় চলতি আমন মৌসুমে উন্নয়ন সহায়তার আওতায় কম্বাইন হারভেস্টার, রিপার ও মেইজ শেলার যন্ত্র বিতরণ কাজের উদ্বোধন করে এমপি-ছেলুন জোয়াদ্দার। গতকাল রবিবার সকাল ১১ টার দিকে আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস প্রাঙ্গণে এ প্রণোদনা ও যান্ত্রিকীকরণ সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের এমপি সোলায়মান হক জোয়াদ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন বলেন, বর্তমান দেশের মানুষ না খেয়ে থাকতে হয় না। সরকার করোনাকালীন সময়ে কৃষি খাতে প্রণোদনার মাধ্যমে কৃষি উন্নয়ে অগ্রগতি ভুমিকা পালন করেছে।
তিনি আরো বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন মূলক মেগা প্রকল্পের মাধ্যমে দেশের চিত্র পরিবর্তন করে দিয়েছে। পদ্ম সেতু ও কর্ণফুলী টানেল নির্মাণের মাধ্যমে দেশের সড়ক ও যোগাযোগব্যবস্থা উন্নতি করণের পথে।এছাড়াও কৃষি প্রণোদনা ও যান্ত্রিকীকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মূল প্রবন্ধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সরোওয়ার্দী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিটু বিশ্বাস, ভাইসচেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইসচেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, আলমডাঙ্গা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি, মৎস্য কর্মকর্তা কামরুন্নাহার আখি, তথ্য আপা মহিলা কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, কুমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পাইলট স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার দে প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা