ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় অওঋ-২ উপ-প্রকল্পের অধীনে সিআইজি সদস্যেদের আয়বৃদ্ধিকরণে বকনা, ষাঁড় ও ছাগী বিতরণ অনুষ্টিত হয়েছে।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মঞ্চে এ অনুষ্ঠানটি অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো : গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও ১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়াদ্দার ছেলুন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের এডিশনাল (এসপি) আনিসুজ্জামান লালন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস,আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন,আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, লিয়াকত আলী মোল্লা, আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জকু, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম পিন্টু, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশাদুল হক মিকা, বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি।