চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি চোরাই মোটরসাইকেলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার জামজামি বাজার এলাকায় অভিযান করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের নিকট থেকে দুটি ও তাদের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার ভোরে কুষ্টিয়া জেলার পৌর এলাকার একটি গ্যারেজ থেকে আরো ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার ইবি থানার ঝাউদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা(২০) ও ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার তৈলটুপি গ্রামের তাইজান মন্ডলের ছেলে রতন আলী (২০)। দুজনই আন্তঃজেলার মোটরসাইকেল চোরচক্রের সদস্য।
গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা থানাপুলিশের আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিং এর লিখিত বক্তব্য পড়ে শোনান থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ।
বিপ্লব কুমার নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার জামজামি বাজার এলাকায় পুলিশ অভিযান চালায়। ওই সময় দুটি চোরাই মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার ভোররাতে কুষ্টিয়া জেলা শহরের পৌর এলাকার পেয়ারা তলার একটি গ্যারেজ থেকে আরো ৪ টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। চক্রের আরও কয়েক সদস্যের নাম জানা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।