আলমডাঙ্গায় ভিক্ষুক পুণর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬ জনকে পাখি ভ্যান, মাইক সেট, দোকানের মালামালসহ বিভিন্ন জিনিস বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার সমাজ সেবা দিবস উপলক্ষে এ সামগ্রী গুলো বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আলমডাঙ্গা উপজেলার
আবেদনকৃত ১৬ জন ভিক্ষুকদের পূণর্বাসনের লক্ষ্যে বিভিন্ন মালামাল প্রদান করা হবে জানিয়েছে সমাজ সেবা কর্মকর্তা।
এদিকে, ভিক্ষুক পুণর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২০১৯-২০২০ অর্থ বছরে আলমডাঙ্গা উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ভিক্ষুকদের আবেদন জমা নেয় সমাজ সেবা অধিদফতর।
প্রতিটি ইউনিয়ন থেকে ১ জন করে ও পৌর এলাকা থেকে ১ জন আবেদন করে। এ আবেদনের ভিত্তিতে বিগত বরাদ্দকৃত অর্থের মাধ্যমে ভিক্ষুক পূণর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন মালামাল প্রদান করা হয়।
রবিবার সারাদেশে সমাজ সেবা দিবস উপলক্ষে ২০১৯-২০২০ অর্থ বছরে বরাদ্দকৃত অর্থ দ্বারা আলমডাঙ্গা ভিক্ষুকদের পূণর্বাসনের আবেদনপত্র যাচাই বাছাই কার্যক্রমের মধ্য দিয়ে ৬ জনকে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
বাড়াদি ইউনিয়নের পোলতাডাঙ্গার কারিগরপাড়ার সামসুল আলিকে অটো রিকশা ক্রয় বাবদ ৭০ হাজার টাকা, বেলগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামের মরিয়ম নেছাকে মুদি দোকানের মালামাল ক্রয় বাবদ ৪০ হাজার টাকা, কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের রজব আলী কে পাখি ভ্যান ও মাইক সেট ক্রয় বাবদ ৫০ হাজার টাকা, কালিদাসপুর ইউনিয়নের পারকুলা আবাসনের আব্দুর রাজ্জাককে পাখি ভ্যান ও মাইক সেট ক্রয় বাবদ ৫০ হাজার টাকা, আলমডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনকে দোকান ঘর ও মালামাল ক্রয় বাবদ ৪৫ হাজার টাকা, জামজামি ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের তাঁরা চান আলীকে দোকান ঘর ও মালামাল ক্রয় বাবদ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়। ৬ জন ভিক্ষুকদের মাঝে ৩ লক্ষ টাকার মালামাল প্রদান করে।