আগামী ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে বহুল কাঙ্ক্ষিত মোবাইল গেম পাবজি: নিউ স্টেট। গেমটির প্রকাশনা প্রতিষ্ঠান ক্রাফটন তাদের শোকেসিং ইভেন্টে এ ঘোষণা দেয়। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির বরাতে জানা গেছে, নতুন মোবাইল গেমটি ২০০টিরও বেশি দেশে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফরমেই খেলা যাবে। তবে তার আগে ভারতসহ বিশ্বের ২৮টি দেশে এর একটি চূড়ান্ত প্রযুক্তিগত পরীক্ষা পরিচালিত হবে যা ২৯-৩০ অক্টোবর পর্যন্ত চলবে। এসব দেশের মধ্যে রয়েছে বাহরাইন, কম্বোডিয়া, মিসর, হংকং, ইন্দোনেশিয়া, ইরাক, জাপান, জর্ডান, কোরিয়া, কুয়েত, লাওস, লেবানন, ম্যাকাও, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, ওমান, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলংকা, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, ফেব্রুয়ারির পর থেকে পাবজি: নিউ স্টেট গেমটির ৫০ মিলিয়নেরও বেশি প্রাক-নিবন্ধন সম্পন্ন হয়েছে। যা গেমটির প্রচারের পর থেকে বিশ্বব্যাপী শুরু হয়। যদিও ভারতে এটি আরও আগে অর্থাৎ সেপ্টেম্বরে প্রচার শুরু হয়েছিল। পাবজি: নিউ স্টেট মোবাইল ডিভাইস ব্যবহারকারীকে পরবর্তী প্রজন্মের ব্যাটল রয়্যাল গেমের অভিজ্ঞতা প্রদান করবে। এ জন্য গেমটিতে যুক্ত করা হয়েছে সম্পূর্ণ নতুন রেন্ডারিং টেকনোলজি এবং একটি গানপ্লে সিস্টেম, যা সচরাচর পাবজি: ব্যাটলগ্রাউন্ডস-এর পিসি সংস্করণে পাওয়া যায় বা এর সমতুল্য বলে মনে করা হয়। ইউটিউবে করা এক লাইভ স্ট্রিম ইভেন্টে ক্রাফটন জানায়, পাবজি: নিউ স্টেট বিশ্বব্যাপী ১৭টি ভিন্ন ভাষায় ফ্রি-টু-প্লে মোবাইল গেম হিসাবে আত্মপ্রকাশ করবে। এ ছাড়া পিসি এবং কনসোলের জন্য আসল পাবজি: ব্যাটলগ্রাউন্ডস-এর মতো, পাবজি: নিউ স্টেটও পাবজি স্টুডিও দ্বারা ডেভেলপ করা হচ্ছে। যা নতুন মানচিত্র ও উন্নত গেমপ্লে নিশ্চিতকরণে কাজ করবে।