পুবদিগন্তে উঠেছে রবি
আলোকিতহয়ে গেলো সৃষ্টিরসবই।
এমনসময়হলপ্রভাত,
পার হয়ে গেল গত রাত।
এখনসকাল,
মিষ্টি রোদ উঠেছে আজ,
সবারজন্য এখনআনন্দের সময়
গরীব থেকে রাজাধিরাজ।
আসছেসামনেশীতকাল
সকালের রোদ হয়েযাচ্ছে মিষ্টি,
আস্তে আস্তেপড়ছেশীত
কারণশীতকাল তোমহানআল্লাহরসৃষ্টি।
তবুমনেলাগেকষ্ট
গরীবদের যে শীতকালের নেইকনো বস্ত্র।
এমনসময়তাদের করাউচিৎ বস্ত্র দান
কারণ এতে খুশিহবে স্বয়ংআল্লাহমহান।
গ্রীষ্ম, বর্ষা, শীত
সবই তোপ্রভুর দান,
যিনি এক ও অদ্বিতীয়,
এবংযিনিসকল ক্ষমতাবান।