সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয় প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকাল ১১ টার সময় একটি বর্ণাঢ্য র্যালী মেহেরপুর কাঁসারি বাজার সোনা পট্টি থেকে বের হয়ে বড়বাজার ও ডিসি কোর্ট চত্তর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। বাজুসের মেহেরপুর জেলা শাখার কার্যালয়ের সামনে ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি ইশ্বর কুমার পাত্রের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাজুসের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোমিন, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মনা, অর্থ সস্পাদক ইমদাদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বাজুসের কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীরের দীর্ঘায়ু কামনা করে বক্তারা বলেন, দেশে এখন জুয়েলারি ব্যবসার স্বর্ণযুগ চলছে। আগে স্বর্ণ ব্যবসায়ীরা নানাভাবে হয়রানির স্বীকার হয়েছেন। এই ব্যবসা টিকিয়ে রাখতে তারা বিভিন্ন কারনে জেল পর্যন্ত খেটেছেন। এখন ব্যবসায়ীরা নির্বিঘ্নে জুয়েলারি ব্যবসা করতে পারছেন। এসময় মেহেরপুর জেলার বিভিন্ন স্তুরের স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণশিল্পর সাথে জড়িত কারিগরবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও
মুজিবনগর : বাজুসের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুজিবনগর উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের পক্ষ থেকে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুজিবনগর উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক স্বরজিৎ এর নেতৃত্বে একটি র্যালী বল্লভপুর রোড থেকে শুরু হয়ে কেদারগঞ্জ হয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা হয়। এসময় জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বরোজিৎ কুমার, রনজিৎ কুমার, মোশাররফ হোসেনসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গাংনী : গাংনী উপজেলা জুয়েলার্স এসোসিয়েশন (বাজু’স) এর উদ্যোগে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে একটি র্যালি গাংনী থানার মোড় থেকে শুরু হয়ে গাংনী হাসপাতাল বাজার ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা হয়। এসময় বাজুস গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শুষান্ত কুমার পাত্র, সহসভাপতি সালাহ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রানা আহম্মেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।