অ্যাপলের সার্ভারে অদ্ভুত কিছু ঘটছে। কিছু অ্যাপল আইডি রহস্যজনকভাবে তাদের ব্যবহারকারীদের লগআউট করে দিচ্ছে। ফোর্বসের খবর অনুসারে এখন পর্যন্ত এই বিষয়ে অ্যাপলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অ্যাপল ডিভাইস ব্যবহারকারী প্রথমে লগআউট হয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ করেন।
ব্যবহারকারীরা অভিযোগ করছেন, তাদের অ্যাপল ডিভাইস যেমন আইফোন, আইপ্যাড এবং ম্যাক ব্যবহারকারীদের অ্যাপল অ্যাকাউন্ট থেকে লগআউট করে দিচ্ছে। তারা এর কারণ খুঁজে পাচ্ছেন না।
তবে পাসওয়ার্ড রিসেটের মাধ্যমে অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারছেন বলে জানা গেছে।
সূত্র: ইত্তেফাক