পাকিস্তান দলের সাদা বলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ইংরেজি ও তার উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা কম হয় না। তবে এবার তা খোদ রিজওয়ান পর্যন্তই পৌঁছে গেছে। তা শুনে রিজওয়ানও বেশ শক্ত ভাষায় দিয়েছেন এর জবাব।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রিজওয়ান বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল নিয়ে চিন্তিত না। আমি একটা বিষয় নিয়ে গর্বিত, আর সেটা হলো আমি যা বলি, মন থেকে বলি। আমি ইংরেজি জানি না।’
রিজওয়ানকেতার ইংরেজি বলার ভঙ্গি নিয়ে অনেকবারই সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হতে হয়েছে। তার অনেক সাক্ষাৎকারের ক্লিপ ভাইরাল হয়েছে, যেগুলো নিয়েও হাস্যরস চলেছে বেশ করে।
তবে রিজওয়ান জানালেন, তার ইংরেজি নিয়ে মোটেও লজ্জিত নন তিনি। তার কথা, ‘একটা দুঃখ আছে, আর সেটা হলো আমি বেশি পড়াশোনা করতে পারিনি। কিন্তু আমি এক শতাংশও লজ্জিত না যে আমি ইংরেজি বলতে পারি না, যদিও আমি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক।’
রিজওয়ান স্পষ্ট করে জানান, তার ভূমিকাটা কী, সেখানে ইংরেজির গুরুত্ব কতটা! তিনি বলেন, ‘আমার কাছ থেকে চাওয়া হয় ক্রিকেট, ইংরেজি না। আমি স্বীকার করছি, পড়াশোনা কম করার কারণে ইংরেজি বলতে কষ্ট হয়। কিন্তু পাকিস্তান তো আমার কাছ থেকে ইংরেজি চায় না। যদি চায়, তাহলে আমি ক্রিকেট ছেড়ে প্রফেসর হয়ে যাব। কিন্তু এত সময় তো আমার নেই।’
ক্রিকেট মাঠের পারফরম্যান্স নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। স্বীকার করেন, পাকিস্তান দল এখন ভালো খেলতে পারছে না। রিজওয়ান বলেন, ‘দল নিয়ে সমালোচনা হতেই পারে, কিন্তু আমাদের পরামর্শও দিন যেন আমরা উন্নতি করতে পারি। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়াসিম আকরাম আমাদের কিছু পরামর্শ দিয়েছেন। আমি আসলে আরও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময় হয়ে উঠেনি।’
নিজেদের মাঠে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা হারে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে পাকিস্তান। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হারের পরই শেষ হয়ে যায় তাদের শিরোপা ধরে রাখার স্বপ্ন।
সূত্র: যুগান্তর