প্রোফাইলে ছবির পাশাপাশি অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহারের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। এ সুবিধা কাজে লাগিয়ে চাইলেই ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রোফাইল ছবি ও অ্যাভাটার দুটিই ব্যবহার করা যাবে। ফলে অন্য ব্যবহারকারীরা মূল ছবির পাশাপাশি অ্যাভাটার দেখতে পারবেন। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন।
ইনস্টাগ্রাম জানিয়েছে, গত বছর অ্যাভাটার ব্যবহারের সুযোগ চালু হলেও ব্যবহারকারীরা প্রোফাইলে ছবির বদলে অ্যাভাটার যুক্ত করতে পারতেন। এখন থেকে ছবি ও অ্যাভাটার দুটিই ব্যবহার করা যাবে। ফলে অন্য ব্যবহারকারীরা প্রোফাইল ছবিতে ক্লিক করে অ্যাভাটারও দেখার সুযোগ পাবেন।
ইনস্টাগ্রামে অ্যাভাটার ব্যবহারের জন্য প্রথমে প্রোফাইল ছবিতে ক্লিক করে এডিট প্রোফাইল অপশনে ট্যাপ করতে হবে। এবার ক্রিয়েট অ্যাভাটার অপশনে প্রবেশ করে গেট স্টারটেড অপশন নির্বাচন করে পছন্দের অ্যাভাটার তৈরি করতে হবে।
সূত্র: টেক ক্র্যান্চ