মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারি গ্রাম থেকে ইয়াবা ও ফেন্সিডিল সহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মাইলমারি গ্রামের মিনারুলের ছেলে শিপন (২৯), পালানের ছেলে উরাহি হোসেন (২৫), ইউনুছের ছেলে হোসেন আলি (৪১) রহিম বক্সের ছেলে আনারুল ইসলাম(৫৩) ও ধলা গ্রামের ইসমাইলের ছেলে ফকরুদ্দিন (৩৭)।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলা সহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকসেবনের পাশাপাশি জুয়া খেলার আসর বসিয়ে এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল।
অভ
অভিযানের চালানোর সময় মাইলমারি গ্রামে শিপনের বাড়িতে জুয়া ও মাদকের আসর চলাকালিন সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০ পিছ ইয়াবা ও দুই বোতল ফেন্সিডিল সহ জুয়া খেলার তাস এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
রোবিবার দুপুরের দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়।
-গাংনী প্রতিনিধি