উত্তাল মার্চ
মহিউদ্দিন বিন্ জুবায়েদ
মহান নেতা ভাষণ দিলো তর্জনী আঙুলে,
আমজনতা স্বাধীনতার পরাগ খানি খুলে।
অস্ত্র কাঁধে নেয় তুলে নেয় স্বপ্ন স্বাধীন চলা
দেশের কথা দশের কথা প্রাণখুলে তা বলা।
ঝিমিয়ে পড়া রক্ত ওই টগবগিয়ে ওঠে,
মনের কোণে একটি দেশের ছবি হয়ে ফোটে।
স্বপ্ন নেশায় সব ভুলে যে স্বাধীনতার তরে,
যে করেই হোক দেশটাকে আজ আনবো স্বাধীন করে।
নেতার কথা বুকের ব্যথা জড়িয়ে এক সাথে,
মার্চ মাসে যুদ্ধ করে সদাই দিবা রাতে।
উত্তাল মার্চ আমজনতা স্বাধীন স্বাধীন রবে
মহান নেতার আদেশ মতো সামনে চলে সবে।