এইতো একুশ ভাষার চাষা
এইতো একুশ বাংলা ভাষা
এইতো একুশ সবার মাঝে
এইতো একুশ নতুন সাজে।
এইতো একুশ মায়ের মুখে
এইতো একুশ শ্রদ্ধা শোকে
এইতো একুশ রক্তে রাঙা
এইতো একুশ বর্ণে চাঙা।
এইতো একুশ কবির ছন্দে
এইতো একুশ ফুলের গন্ধে
এইতো একুশ গানের সুরে
এইতো একুশ হৃদয় জুড়ে।
এইতো একুশ লাল-সবুজে
এইতো একুশ সুখের খুঁজে
এইতো একুশ জাতির মূলে
এইতো একুশ নীতির ফুলে