নক্ষত্র অপেক্ষা সহস্রাধিক উজ্জ্বল হয়ে
কোন একদিন জ্বলবে এসব রাত্রিগুলো।
স্মৃতির পাতায় কালো কালো বর্ণে লেখা হবে
তোমার আমার আলিঙ্গনের বিচিত্র দৃশ্য
যেখানে থাকবে দুইজোড়া অনির্লিপ্ত ওষ্ঠ
তোমার উন্নত উত্তপ্ত বক্ষের পরিধিতে
সমুদ্রের তীরে নীলজলে অস্থির আবেশে
বিক্ষিপ্তভাবে অঙ্কিত হবে আঙ্গুলের ছাপ।
কথার ভিতরে হারিয়ে যায়, না বলা কথা
সময়ের সাথে নির্ঘুম জেগে থাকা আকাঙ্খা
সন্ধ্যা ছেড়ে নিশি, নিশি থেকে গভীর নির্জন
নির্জনতা স্তব্ধ করে জাগে ধ্যানস্ত প্রকৃতি;
এইসব স্মৃতি এইসব রাত্রি হবে ছবি-
মনের পর্দায়, নিজেকে মনে হবে নির্দয়!
কত ভোর কত দ্বীপ্রহর সরে যাচ্ছে দূরে
মুছবে না শুধু তারার মত জোনাকজ্বলা
অন্ধকার ছাদ, অমাবস্যা, পূর্ণিমা লহরী
রয়ে যাবে স্মৃতিময় এইসব রাত্রিগুলো।