দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতির কারণে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ খুলেছে মেহেরপুর সহ দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।
স্কুল কলেজ ও মাদ্রাসা গত ৭ আগষ্ট খুলে থাকলেও উপস্থিতি ছিল খুবই কম। নিরাপত্তার স্বার্থে অনেকেই সন্তানকে স্কুলে পাঠাননি। অবশেষে আজ রোববার মেহেরপুর সহ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পুরো দমে খুলেছে।
সার্বিক দিক বিবেচনায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেহেরপুরে স্কুল ও কলেজের নিরাপত্তায় আরো কড়াকড়ি করেছে প্রতিষ্ঠান গুলো। শিক্ষার্থী ও অভিভাবক ছাড়া কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
গত ১৫ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ রহিমা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে রবিবার (১৮ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানানো হয়।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বন্ধ ঘোষণা করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট। একই দিন রাতে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।