এক মাসেরও বেশি সময় পর দেশে ফিরলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। দেশে দর্শক প্রিয়তার পর গত ৭ জুলাই আমেরিকায় মুক্তি পায় শাকিব অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সে কারণেই তিনি এতদিন আমেরিকাতেই অবস্থান করছিলেন। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শাকিব খানের দেশে ফেরার খবরটি সকাল থেকে অবগত ছিলেন গণমাধ্যমকর্মীরা। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে আসেন প্রিয়তমা সিনেমার প্রযোজক আরশাদ আদনান, পরিচালক তপু খান, অনন্য মামুন।
হলিউডের সিনেমার পাশাপাশি আমেরিকায় প্রিয়তমা সিনেমাটি ব্যপক জনপ্রিয়তা পেয়েছে। সেখানে দর্শকদের সঙ্গে হলে বসে তিনি নিজেও সিনেমাটি উপভোগ করেছেন। একই সঙ্গে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখে আবেগাপ্লুত হয়েছেন।
এ সম্পর্কে শাকিব খান বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে প্রিয়তমা চলছে সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করলো। গত মাসে আমার বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছি। আব্রাহাম ও শেহজাদ দুই সন্তানের জন্য সবসময় ভালোবাসা আছে। আব্রাহামকে সুন্দর মেমোরি দেয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।
জানা যায়, শিগগিরই শাকিব খান বাংলাদেশি প্রথম নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করবেন। ‘দরদ’ নামে এই সিনেমাটি পরিচালনা করবেন অনন্য মামুন।
সূত্র: ইত্তেফাক