একটি পতাকা, জাতীয় পতাকা
লাল সবুজের মিশ্রন
বন্ধুকের গুলি বুকে পেতেছি
শুনেছি কত গর্জন।
পাহাড়ে জঙ্গলে অনেক ঘুরেছি
ক্ষুদার জালা বুঝেছি,
তবুও চোখে স্বপ্ন একেছি
শএুর জাল ছিন্ন করেছি।
মায়ের চোখে জমানো কষ্ট
মুছে দিয়েছি ভাই,
এমন দেশটি পাবো কোথাও
বলো একবার আমায়।