পঞ্চাশ পেরিয়েও এখনও যশ চোপড়ার প্রযোজনা সংস্থাটি নিজের আলোতে উজ্জ্বল। সম্প্রতি ‘পাঠান’র দৌলতে প্রযোজনা সংস্থারটি বেশ উর্পাজন করেছে, এর মধ্যেও নতুন চমক দিলো যশরাজ ফিল্মস।
প্রযোজনা সংস্থার ব্যানারে এ প্রথম ভারতের ৩৫ জন সুপারস্টারকে দেখা যাবে একসঙ্গে।
অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমন খান, আমির খান থেকে শুরু করে অভিষেক বচ্চন, রণবীর সিং, রণবীর কাপুর, মাধুরী, করণ জোহর ঝলক মিলল বহু তারকার। ঝলক মিলল প্রয়াত ঋষি কাপুরেরও। এতো বলিউড-প্রেমীদের জন্য একেবারে স্বপ্ন! তাহলে এবার বিস্তারিত বলা যাক।
আসলে ঋষি কাপুর, অনিল কাপুর, অমিতাভ বচ্চন, শ্রীদেবী থেকে শুরু করে শাহরুখ ও কাজল, সালমান খান, আমির খান, হালফিলের রণবীর সিং, রণবীর কাপুর বলিউড সুপারস্টাররা একের পর এক সুপারহিট ফিল্ম উপহার দিয়েছেন যশরাজ ফিল্মসের ব্যানারে। পঞ্চাশ পেরিয়ে এবার তারই উদযাপন সিনেম্যাটিকভাবে।
এ তারকার সমাহারের নেপথ্যে আসলে নেটফ্লিক্সয়ের নতুন ডকু সিরিজ ‘দ্য রোম্যান্টিকস’। যেখানে বলিউড সুপারস্টাররা যশরাজ ঘরানা প্রসঙ্গে কথা বলেছেন। কখনও ভেসে গিয়েছেন অতীতের স্মৃতিতে। আবার কখনও বা আধুনিক বলিউড মশালা ফিল্মের মেকিং নিয়ে আলোচনা করেছেন। আসলে যশ রাজ এবং তার যোগ্য উত্তরসূরী আদিত্য চোপড়ার জার্নি উঠে আসবে এই ডকু সিরিজের হাত ধরে। যার এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে রয়েছেন যশ চোপড়ারই আরেক ছেলে উদয় চোপড়া। আর পরিচালনার দায়িত্বে রয়েছেন স্মৃতি মুন্দ্রা। যিনি ‘দ্য ইন্ডিয়ান ম্যাচ মেকিং’ তৈরি করেছিলেন।
এ সিরিজের সব থেকে বড় চমক আদিত্য চোপড়ার সাক্ষাৎকার। ২০ বছর পর আবারও ক্যামেরার মুখোমুখি হবেন তিনি।
সূত্র: ইণ্ডিয়া এক্সপ্রেস