একুশ তিনটি বর্ণে বিশেষায়িত একটি অধ্যায়
একুশ ভাষার জন্য প্রাণ দেয়া বাঙালির অভিপ্রায়
একুশ ফুলে ফুলে সুশোভিত ফাগুন মাস
একুশ খোকার জন্য মায়ের দীর্ঘশ্বাস।
একুশ শিশির ভেজা ভোরের পাখি গায়
একুশ আঁধার কেটে আলোর অপেক্ষায়
একুশ খালি পায়ে প্রভাত ফেরির মিছিল
একুশ শহীদ বেদিতে ফুলের ঝিলিমিল।