একুশের প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী শুরু হয়েছে।
মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা প্রশাসক ড. মোহাম্ম¥দ মুনসুর আলম খান।
জেলা জজ আদালতের পক্ষে জেলা জজ মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, এ্যাড. মিয়াজান আলী, আব্দুল মান্নান, এ্যাড. ইয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, উপজেলা পরিষদের পক্ষে এ্যাড. ইয়ারুল ইসলাম, পুলিশ বিভাগের পক্ষে পুলিশের সকল কর্মকর্তা, মেহেরপুর পৌরসভার পক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও কাউন্সিলর বৃন্দ, মেহেরপুর জেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু। একে একে বিভিণ্ন সংগঠণ, রাজনৈতিক দল, বিবিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।