পরিবর্তনটা চলে এলো মাসখানেকের মধ্যেই। সিদ্ধান্তের পরিবর্তন আরকি। বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত কোনো লেখা এক্সে পোস্ট করলে সেটির শিরোনামসহ সংক্ষিপ্ত তথ্য ছবি আকারে দেখা যাবে। ফলে লিংকে ক্লিক না করলেও বন্ধুদের পোস্টগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারবেন অন্য ব্যবহারকারীরা।
তবে কবে নাগাদ এ সুবিধা চালু করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাননি মাস্ক। ধারণা করা হচ্ছে, এক্সের পরবর্তী সংস্করণ থেকেই সুবিধাটি ব্যবহারের সুযোগ মিলবে।
প্রথমত লিংক প্রিভিউ সুবিধা চালু না থাকায় প্লাটফর্মে কিছু অসুবিধাও দেখা দিচ্ছে। লিংক থেকে ভিজিটর আসাও বন্ধ হচ্ছে অনেকাংশে। তাই আবারও আগের সময়ে ফিরে যেতে চাচ্ছে তারা।
তথ্যসূত্র: টেকলুসিভ