এবার সংযুক্ত আরব আমিরাত অর্থনৈতিকভাবে ইসরায়েলকে বয়কটের একটি আইন বাতিল করেছে। ১৯৭২ সালের ওই আইন বাতিল করে আজ শনিবার একটি ডিক্রি জারি করেছে দেশটি।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই ডিক্রি ইস্যু করেছেন। এর আগে, গত ১৩ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিকের ব্যাপারে সম্মত হয়েছে। ঐতিহাসিক ওই চুক্তির পর সম্পর্ক স্বাভাবিকের ব্যাপারে কাজ করে যাচ্ছে উভয় দেশ। এরই অংশ হিসেবে আইন বাতিল করলো আমিরাত।
বলা হচ্ছে, আইনটি বাতিলের ফলে আমিরাতের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যচুক্তির পথ উন্মুক্ত হলো। সূত্র : আল আরাবিয়া।উল্লেখ্য, ইসরায়েলের সাথে আমিরাতের সম্পর্ক স্বাভাবিকের ঘোষণার পর থেকে মধ্যপ্রাচ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে বিষয়টি।তবে প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব এখনো ইসরায়েল ইস্যুতে কোনও নমনীয়তা দেখায়নি।
সূত্র- বিডি-প্রতিদিন