ফোঁকলা দাঁতে হাসে পরী
চাঁদ হাসে তার সাথে,
পরীর হাসির মোহে পড়ে
বাড়ি শুদ্ধ মাতে।
স্বর্গ হাসির তোড়ে সবার
বুকটা ভরে ওঠে,
ছোট্ট পরী হাসলে পরে
শিউলি কদম ফোটে।
হাসলে পরীর মিষ্টি লাগে
মুক্তো হয়ে ঝরে,
প্রভাত বেলার শিশির কণায়
সূর্য্য রশ্মি পড়ে।
তার হাসিতে সুর লহরী
সবার কানে বাজে,
দেখলে পরীর মধুর হাসি
মন মজে না কাজে।
ছোট্ট পরীর অবাধ হাসি
জোনাক আলো জ্বলে,
এমন হাসির নাম কী দিবো
লোকে কি’বা বলে?