গাংনীর মেধাবী শিক্ষার্থী মো: ওয়াসিম জাফর ২০২৩ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজে মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে ফলাফলে জিপিএ-৫ (গোল্ডেন ) পেয়ে কৃতিত্ব অর্জন করেছে।
মেহেরপুর জেলার মেধা তালিকায় সর্বোচ্চ ১১৮২ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করায় বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। তার কৃতিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দীন। তিনি বলেন, মোট ১৩০০ নম্বরের মধ্যে ১১৮২ নম্বর পাওয়া মানে অনেক ভাল ফলাফল। আমিও তার সাফল্য কামনা করি।
মো: ওয়াসিম জাফর গাংনী পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ পাড়ার সালাহ উদ্দিন প্রফেসর ও মনোয়ারা খাতুনের ছেলে। তিন ভাইবোনের মধ্যে মো: ওয়াসিম জাফর ছোট।
সে প্রথমে গাংনীর ফুলকুড়ি স্কুল ও লাইসিয়াম স্কুলে পড়ালেখা করে। পরে তাকে সন্ধানী স্কুল এন্ড কলেজে ভর্তি করা হয়।
মোঃ ওয়াসিম জাফর জানায়,তার লেখা পড়ায় অনুপ্রেরণা তার মা বাবা ও বিদ্যালয়ের শিক্ষকদের। তবে এতো ভাল ফলাফল হয়েছে জেনে তার আগামী দিনের লেখাপড়ার আগ্রহ আরও প্রবল হয়েছে।
মো: ওয়াসিম জাফরের এ কৃতিত্বে সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষকরাও তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে মো: ওয়াসিম জাফরের পরিবারের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী ওয়াসিম জাফরের সুস্থতা ও মঙ্গল কামনা এবং মানবিক মানুষ হওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।