মনি রত্নমের পরিচালনায় মহাকাব্যিক ছবি ‘পেনিয়ান সেলভান’–এর প্রথম পর্বের কাজ প্রায় শেষ। এ ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বেশ কয়েক মাস ধরে ছবিটির শুটিং হয়েছে। কাজ করেছেন দক্ষিণ ভারতের বাঘা বাঘা তারকা। সম্প্রতি জানা গেল, এক নতুন পরিচালকের হাত ধরে ইন্দো–মার্কিন ছবিতে যুক্ত হয়েছেন ঐশ্বরিয়া।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে ‘থ্রি লেটার’ নামের নতুন এ ছবির পরিচালক ফিউশন কণ্ঠশিল্পী ও নাট্যকার ঈশিতা গাঙ্গুলী। এটি হতে যাচ্ছে তাঁর প্রথম সিনেমা। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া।
ঈশিতা বলেন, ‘শুরুতে ছবিটির নাম ছিল “থ্রি উইমেন”। পরে নাম বদলে রেখেছি “থ্রি লেটার”। কারণ, ছবিটা রবীন্দ্রনাথ ঠাকুরের বউদি কাদম্বরী দেবীর চিঠি নিয়ে।’ ঐশ্বরিয়াকে ছবির প্রধান চরিত্রের অভিনেত্রী হিসেবে পেয়ে ভীষণ খুশি ঈশিতা। তিনি বলেন, ‘আমি খুব খুশি। কারণ, ঐশ্বরিয়া ছবিটা করতে রাজি হয়েছেন। তাঁর মতো শিল্পীকে নিয়ে প্রথম ছবি করতে পারাটা অন্য রকম আনন্দের।’
শুরুতে ঈশিতার ইচ্ছা ছিল ছবিটি হবে কেবল হিন্দি ভাষায়। কিন্তু ঐশ্বরিয়া তাঁকে পরামর্শ দেন, এটা ইংরেজি ভাষাতেও করা দরকার। ঈশিতা বলেন, ‘মহামারির ভেতর আমি তাঁর সঙ্গে এ নিয়ে অনেক আলাপ–আলোচনা করেছি। চিত্রনাট্য পড়ে তিনি বললেন, গল্পটায় পুরোনো আমেরিকান একটা স্বর খারাপ লাগবে না। আমি রাজি হয়ে গেলাম।’
এদিকে মনি রত্নমের স্বপ্নের ছবি ‘পেনিয়ান সেলভান’ নির্মিত হয়েছে তামিল জনপ্রিয় উপন্যাস থেকে। ছবিটির সংগীত পরিচালনা করছেন এ আর রাহমান। এতে যুক্ত রয়েছেন স্বনামধন্য সব গীতিকবি, সিনেমাটোগ্রাফার। হায়দরাবাদে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। আগামী বছর গ্রীষ্মে ছবিটি মুক্তি দেওয়া হবে।