ও জল শুনো কলকলিয়ে
আসলে কোথা থেকে,
স্রোত নিয়ে খুব আর অফুরান
হৃদে পাষাণ মেখে।
জবাবটা দাও কোন কারণে
ইচ্ছে এমন হলো,
কোন কারণে ঘর ডুবালে
থাকব কোথায় বলো?
ঘর থেকে না হইতে পারি
বাহির বিষাদ ক্ষণে,
বন্যা জলে বন্দী হলো
জীবন মরণ রণে।
পেটে ভীষণ খিদের জ্বালা
খাইনি খাবার পাইনি,
ও জল তোমায় বলছি শুনো
জল রূপী এক ডাইনি।