কেউ কথা রাখেনি আমার কেউ কথা রাখেনি
নিয়তি আমায় ঠকিয়ে সেযে হয়েছে পরবাসী,
আমি একা নিঃস্ব, দুঃখে ভরা হৃদয়ে, ভব নিবাসী
কেউ কথা রাখেনি আমায় কেউ ভালোবাসেনি।
গড়তে চেয়েছিলাম আমি যাকে সে তো আমায় বুঝতে চায়নি
ভালোবাসতে চেয়েছিলাম যাকে সে তো আমায় ধরা দেয়নি।
আমি যার জন্য সদায় সফল কামনা করে এসেছি
সে আজ আমায় ঠঁকিয়ে নিখুঁত বুদ্ধি দ্বারা সু-কৌশলে সরে গেছে
কথা রাখেনি… আজ আমার কেউ কথা রাখেনি।
আজ বিজয়ী হয়ে দু’ডানা মেলে উড়তে শিখেছে
আজ সে রক্তের পরিচয়ে চলতে শিখেছে।
রক্ত যে কথা বলে, সেটা সে আমায় দারুন ভাবে দেখিয়েছে
দু’চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে সক্ষম হয়েছে
রক্ত যে কখনো কারো সাথে বেঈমান করেনা, করতে জানেনা
সেটাও যে সে আমায় তিলে তিলে বুঝিয়েছে।
পতিতা বৃত্তালয়ে যার জন্ম কেমনে ভালো হবে তার কর্ম
আমি তো চেয়ে ছিলাম-
জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো এই প্রত্যয়ে তাকে গড়তে
কিন্তু..সে কথা রাখেনি,
সে আমার কোন কথায় রাখেনি।