শুদ্ধ উচ্চারণ, অসাধারণ বাচনভঙ্গি আর অনবৈদ্য আবৃত্তি। শিশু বাচিক শিল্পী মাবিহা রহমান মাহির আবৃত্তির প্রশংসা এখন মুখে মুখে।
জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেনীর ছাত্রী মাহি এখন মেহেরপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে চলেছে।
গত বৃহস্পতিবার মেহেরপুর প্রতিদিনের পঞ্চম বর্ষে পদার্পনের আয়োজনে আবৃত্তি করেছে পরপর দুটি কবিতা।
মাহির আবৃত্তিতে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি অনবদ্য পরিবেশনায় কবিতা প্রেমীরা যেমন মুগ্ধ হয়েছেন, ঠিক তেমনি আস্বাদন করেছেন কাব্যসাহিত্যের রস।
তাঁর অনবদ্য আবৃত্তি উপস্থিত মননশীল শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার দেশাত্মবোধের কবিতা আবৃত্তিতে হলভর্তি দর্শক শুধু ছন্দের দোলায়ই আচ্ছাদিত হয়না, দর্শকরা হয়েছেন আনন্দিত ও উচ্ছ্বসিত।
সাধারণ মানুষের কাছে আবৃত্তিকে হৃদয়গ্রাহী করে তোলার দায়ীত্ব এখন ছোট বাচিক শিল্পী মাহি’র। শিশু মাহি এখন আবৃত্তিতে পুরোপুরি পেশাদারী হয়ে না উঠলেও তার আবৃত্তি আগামীতে পেশাদারিত্বের ছাঁয়া ফেলবে বলে ধারণা করেছেন বোদ্ধা মহল।
মাহি ইতোমধ্যে জেলা শিশু একাডেমি, মেহেরপুর জেলা প্রশাসন, মেহেরপুর আয়োজিত বিভিন্ন জাতীয় প্রোগ্রাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী নির্ধারিত বিভিন্ন প্রোগ্রামে বাচিক শিল্পী হিসেবে আবৃত্তি করে প্রথম, দ্বিতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।
শিশু বাচিক শিল্পী মাবিহা রহমান মাহির পিতা মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাফিজুর রহমানের মেয়ে।