করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক কাজ করে চলেছে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল।
জেলা পরিষদের উদ্যোগে দ্বিতীয় দফায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
এর আগে প্রথম দফায় ২ হাজার ৪৩ পরিবারের মাঝে ৫কেজি চাল,২কেজি আলু,১লিটার তেল,১কেজি ডাল বিতরণ করা।
দ্বিতীয় দফায় ৪ হাজার পরিবারের মাঝে ১০ কেজি আলু, ১লিটার তেল, ১ কেজি ডাল, ৫শ গ্রাম খেজুর ও ১টি সাবান বিতরণ করা হবে।
এ পর্যন্ত প্রায় ২ হাজার পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন চেয়ারম্যান গোলাম রসুল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলা আমঝুপি, রাজনগর, বারাদী, পাটকেল পোতা, কোমরপুর, বলিয়ারপুর, সোনাপুর, ও কাঁঠালপোতা গ্রামের দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান গোলাম রসুল বলেন, আমরা দ্বিতীয় দফায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য বিতরণ শুরু করেছি। এবার আমরা ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবো।
এছাড়াও তিনি বলেন, এর আগে প্রথম দফায় আমরা ২ হাজার ৪৩ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এবারও আমরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই খাদ্য বিতরণ চলামান থাকবে।
মেপ্র/এমএফআর